মাগুরা জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ মাগুরা জেলা শাখার সুযোগ্য আহ্বায়ক ফজলুর রহমান ফজলুর নেতৃত্বে মাগুরা জেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ৫জুন বিকাল ৫ টা ৩০মিনিটের সময় মাগুরা ইনডোর স্টেডিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা করোনা পরিস্থিতি নিয়ে বিগত দিনগুলোতে সাধারণ মানুষের পাশে থেকে যে সেবা প্রদান করেছেন এটাকে অব্যাহত রেখে আগামী দিনগুলোতে করোনা পরিস্থিতির যে কোন অবস্থার মোকাবেলা করার জন্য প্রস্তুত বলে ঘোষণা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সুযোগ্য আহ্বায়ক ফজলুর রহমান ফজলু, কছুন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাকি বিল্লাহ সান্টু, খান পাভেল, মুজিবুর রহমান, রেজাউল সরদার সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের নিজ নিজ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।