মাগুরা প্রতিনিধিঃ
গতকাল ৭ জুন রবিবার রাত অানুমানিক সাড়ে সাতটার সময় মাগুরা সদর থানার চৌকস পুলিশের একটি দল শহরের কেশব মোড় থেকে ২ ব্যবসায়ীর একজন ঔষধ ব্যবসায়ী মোল্যা ড্রাগসের মালিক রাকিব মোল্লা, আরেকজন টাইলস ব্যবসায়ী বাদশাকে হাতেনাতে ১২০ বতল ফেনসিডিল সহ আটক করেছে। আশেপাশে অনেক দোকানদার জানান, এই দুই মাদক ব্যবসায়ীর দুটি দোকান পাশাপাশি এবং তারা দীর্ঘদিন ধরে টাইলস ও ওষুধ ব্যবসার আড়ালে এভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের এই গ্রেপ্তার হওয়ার খবরে অনেকে স্বস্তি প্রকাশ করেন এবং শহরের আনাচে-কানাচে এভাবে ঘাপটি মেরে থাকা মাদক ব্যবসায়ীদের খুঁজে বের করার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান।