নিউজ ডেস্কঃ
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ আর নেই। তিনি রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না … রাজিউন)। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে ধর্ম প্রতিমন্ত্রীর পিএস নাজমুল হক সৈকত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন৷
এর আগে রাত ১১টার দিকে তার মৃত্যুর খবর সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে অফিসিয়ালি সেটাকে গুজব বলে তখন জানানো হয়। পরবর্তিতে রাত বারোটার দিকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। বলা হয় তিনি বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরন করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী হিসেবে তিনি খুবই জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন।