আগামীকাল রোবাবার (২১ জুন) বলয়গ্রাস সূর্যগ্রহণ।পৃথিবী থেকে সূর্যকে দেখাবে একটা গোলাকার রিং বা আংটির মতো।
জানা গেছে,আগামীকাল এই গ্রহণ এত দীর্ঘ হতে চলেছে যা গত ১০০ বছরে দেখা যায়নি।অর্থাৎ গত ১০০ বছরের মধ্যে আগামী কাল সবথেকে বেশি সময় ধরে দেখা যাবে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ।কিন্তু কী এই বলয়গ্রাস সূর্যগ্রহণ?
#বলয়গ্রাস_সূর্যগ্রহণ:এই ধরনের সূর্যগ্রহণ তখন দেখা যায়,যখন সূর্যের বহিঃসীমা অঞ্চল ছাড়া বাকি অংশ চাঁদের দ্বারা ঢেকে যায়।অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের শুধু বহিঃসীমাকে দেখা যায়।দেখে মনে হয়,ঠিক যেন একটা আংটি।একে আগুনের বলয়ও বলা হয়ে থাকে।এই ধরনের সূর্যগ্রহণ সবথেকে কম দেখা যায়।কারণ এই গ্রহণের জন্য পৃথিবী ও সূর্যের সঙ্গে চাঁদের দূরত্ব নির্দিষ্ট হওয়া প্রয়োজন।
#আগামীকাল_অর্থাৎ_২১_জুন_রবিবার এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে জানা গিয়েছে,প্রায় ৩০ সেকেন্ড ধরে এই বলয়গ্রাস চলবে।এই কারণেই বলা হচ্ছে,গত ১০০ বছরে এই ধরনের গ্রহণ দেখা যায়নি।কারণ এতক্ষণ ধরে সাধারণত গ্রহণ চলে না।কয়েক সেকেন্ডের মধ্যেই সূর্য ফের বেরিয়ে পড়ে।
আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের আকাশেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
ঢাকায় কেন্দ্রীয়গ্রহণ হবে ১টা ১২ মিনিট ২৯ সেকেন্ডে,
ময়মনসিংহে ১টা ১২ মিনিট ১৩ সেকেন্ডে,
চট্টগ্রামে ১টা ১৭ মিনিট ৩০ সেকেন্ডে।
সিলেটে ১টা ১৬ মিনিট ৫০ সেকেন্ডে,
খুলনায় ১টা ৯ মিনিট ৪৫ সেকেন্ডে,
বরিশালে ১টা ১২ মিনিটি ৩২ সেকেন্ডে, রাজশাহীতে ১টা ৬ মিনিটি ২৬ সেকেন্ডে এবং রংপুরে ১টা ৭ মিনিট ২০ সেকেন্ডে কেন্দ্রীয় সূর্যগ্রহণ হবে।
তথ্য সূত্রঃবিবিসি বাংলা অনলাইন।