নিউজ ডেস্কঃ
মহামারী করোনা ভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হলেন সাবেক ক্রিকেট অধিনায়ক ও বর্তমান নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
গত বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত হয়ে করোনা ভাইরাসের জন্য নমুনা পরীক্ষা করতে দিয়েছিলেন তিনি। গত কালকে সে রিপোর্ট আসতেই পজিটিভ ধরা পড়েন। বর্তমানে তিনি নিজের বাসাতেই আইসোলেশনে আছেন।
উল্লেখ্য এর আগে গত ১৫ই জুন মাশরাফির শাশুরি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন মাশরাফি। নিজে এলাকা নড়াইলের অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন তিনি।
একই সঙ্গে ডাক্তার এবং নার্সদেরকে নিরাপত্তা সামগ্রী প্রদানের ক্ষেত্রেও এগিয়ে এসেছেন তারকা এই ক্রিকেটার। কিন্তু এবার নিজেই করোনায় আক্রান্ত হলেন।