মাগুরা জেলা প্রতিনিধি: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাগুরা জেলা শাখার উদ্যোগে ৪ই জুলাই রবিবার মাগুরা প্রেসক্লাবের সামনে করোনা টেস্ট ফি বাতিল, স্বাস্থ্যখাতে অব্যাবস্থাপনা ও দুর্নিতি, সিমান্তে অব্যাহত হত্যাকান্ড বন্ধের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে দলের জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে করোনা টেস্টের ফি নেওয়া জনগণের অসুবিধার কারন হয়ে দাড়িয়েছে, এতে করে অধিকাংশ জনগণ করোনা পরিক্ষার বাইরে থেকে যাবে, যার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। এ ব্যাপারে স্বাস্থ্য খাতের অব্যাবস্থাপনা ও দ্বায়ীত্বহীনতা লক্ষ্য করছি, এবং যারা এ দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযত ব্যাবস্থা নিতে ব্যার্থ হলে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
তিনি তার বক্তব্যে আরও বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র দাবী করলেও তারা সিমান্তে বাংলাদেশের জনগনকে নির্বিচারে হত্যা করে চলেছে এ ব্যাপারে বাংলাদেশ সরকারের কোন রুপ ব্যাবস্থা গ্রহন করছে না। আমরা সরকারের এমন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি আব্দুর রহমান আল মাহফুজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, প্রচার সম্পাদক ফুরকান আহমেদ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।