মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চৌবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র মোঃ সিয়াম (০৯) বাইসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ।
রবিবার সন্ধ্যা ৬ টার সময় এ দুর্ঘটনা ঘটে ৷ নিহত সিয়াম চৌবাড়ীয়া গ্রামের মনিরুল বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার বিকাল আনুমানিক ৬ টার সময় সে নীজবাড়ি সংলগ্ন রাস্তা দিয়ে বাইসাইকেল চালাচ্ছিল। পেছন থেকে মটর সাইকেলের হর্ন শুনে তাড়াহুড়ো করে সাইড দিতে গিয়ে সাইকেলসহ পড়ে যায় এবং নিজের সাইকেলের ব্রেকের হাতল তার বুকের বাম দিক দিয়ে বিধে যায়৷
স্থানীয় লোকজন ধরে চৌবাড়ীয়া বাজারে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। বাচ্চাটির মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।