মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রাম সংলগ্ন নবগঙ্গা নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে । আজ দুপুরের দিকে আলাইপুর ব্রীজের কাছে এ ঘটনা ঘটে ।
পরিবার ও স্থানীয়রা জানায় যে , শনিবার বেলা দেড় টার সময় আলাইপুর ( সাইত্রিশ ) গ্রামের মােঃ প্রিন্স আলী লস্কর এর ছেলে মিরাজ ( ১০ ) বাড়ির পার্শ্ববর্তী নবগঙ্গা নদীর পানিতে সাতার কাটতে যায়।
নদীর পানিতে স্রোত থাকায় তার সঙ্গে থাকা বন্ধুরা কিছুক্ষন পরে মিরাজকে হারিয়ে ফেলে । এ ঘটনা পরিবার ও গ্রামবাসীর নিকট জানাজানি হলে মিরাজকে নদীতে খোঁজাখুজি করা হয় ।
কিছু সময় পরে নদী থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা ।
তাৎক্ষনিক তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন ।
মিরাজ আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিল । শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।