মাগুরায় গ্রীনসিটির শুভ উদ্বোধন।
মাগুরা প্রতিনিধি: আজ বৃহষ্পতিবার মাগুরা সদর উপজেলার বাহারবাগের তাড়োরা এলাকায় গ্রীণসিটি নামে গুচ্ছগ্রামর উদ্ভোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার ড: মু: আনোয়ার হোসেন হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রসাশক ড: আশরাফুল আলম,পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান,সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান,জেলা আওয়ামীলগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল ফাত্তাহ,গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান রাজিবসহ অন্যরা।
এ প্রকল্পের আওতায় চল্লিশটি গৃহহীন পরিবারকে গৃহদান করা হয়।
ভূমি মন্ত্রণালয়ে আওতাধীন গুচ্ছগ্রাম দ্বিতীয় পর্ব প্রকল্পের অর্থায়নে উপজেলা প্রশাসন, মাগুরা সদর, মাগুরা প্রকল্পটি বাস্তবায়ন করেন।