মাগুরা প্রতিনিধিঃ ২৪শে জুলাই শুক্রবার মাগুরা শ্রীপুর উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ পুুুলিশের সদস্য এস,আই শরিফুল ইসলাম (৫৫) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় ঝিনাইদহ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি মাগুরা শ্রীপুর থানার মদনপুর গ্রামের মৃত দলিল উদ্দীন বিশ্বাস এর পুত্র।
এস,আই শরিফুল ঝিনাইদহ সদর পুলিশ ফাঁড়িতে টাউন সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তার লাশ গ্রামের বাড়ীতে পৌছালে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলার সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে একটি প্রশিক্ষনপ্রাপ্ত টিম কর্তৃক রাত ১০টার সময় দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।