মাগুরা প্রতিনিধিঃ মাগুরা পৌরসভা কার্যালয়ে মঙ্গলবার দুপুর ১২ টায় মাগুরা পৌরসভার জননন্দিত ও সফল মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুলের সাথে বাংলার অনুসন্ধান টিভি পরিবারের সাংবাদিক বৃন্দ ও কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাজের অনিয়ম, অত্যাচার ও দূর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান মূলক সংবাদ প্রকাশ ও বর্তমান করোনা পরিস্থিতিতে বিশেষ অবদান রাখার জন্য বাংলার অনুসন্ধান টিমকে ধন্যবাদ জানান পৌর মেয়র। তিনি বলেন সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেন করে দেশের উন্নয়নে বড় ধরনের অবদান রাখছেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলার অনুসন্ধান টিভির প্রকাশক ও সম্পাদক এইচ, এন কামরুল ইসলাম, সহঃ প্রকাশক ও সম্পাদক আলী আশরাফ, বার্তা সম্পাদক ফারুখ আহম্মেদ, ক্রাইম রিপোর্টার ইউনুস আলী, মাগুরা প্রতিনিধি গিয়াস উদ্দিন চঞ্চল, প্রতিনিধি মুজাহিদ শেখ, স্টাফ রিপোর্টার রিকো শিকদার, প্রতিনিধি ইমান আলি, প্রতিনিধি শাহীন খন্দকার, ফটো সাংবাদিক আরিফুল ইসলাম, ফটো সাংবাদিক দাউদ জোয়ার্দার প্রমুখ। এসময় বাংলার অনুসন্ধান পরিবারের পক্ষ থেকে মাগুরা পৌরসভা মেয়র মহোদয়কে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব উত্থাপন করলে তিনি সম্মতি জ্ঞ্যাপন করেন এবং বাংলার অনুসন্ধান পরিবারকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।