রিকো শিকদার, স্টাফ রিপোর্টার
আজ ২ আগষ্ঠ রোববার মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে মিলনমেলার আয়োজন করা হয় আর এই মিলনমেলার নাম দেওয়া হয় মাঠের টানে, মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ জাবতকাল যত প্রতিভাবান ক্রিকেট- প্লেয়ার যার হাতে তৈরি হয়েছে তাদের ভালোবাসার মানুষ সাদ্দাম হোসেন গোরকি ভাই, সে সকল স্তরের ক্রিকেট প্রেমি ও খেলোয়াড়দের কাছে ভালোবাসার গোরকি ভাই নামে পরিচিত ও যতদিন তিনি বেচে থাকবেন এই গোরকি ভাই নামেই থাকতে চান।
মাগুরা জেলার ক্রিকেট খেলোয়াড়বৃন্দের মধ্যে ১২ জন সিনিয়র প্লেয়ার কমিটিতে যোগ দেন মাঠের যত কাজকর্ম সব সকাল ৯ টার মধ্যে কাজ শেষ করেন ।
মাঠেরটানে উপলক্ষে সকাল ৯.৩০মিনিটে সকল ক্রিকেট খেলোয়াড়দের লম্বা লাইন করে তাদের মাঝে মাটেরটানে লোগো টি-শার্ট দেয়া হয় ও এই বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে যত ক্রিকেট ও ফুটবল প্লেয়াররা খেলেছেন তাদের মধ্যে যে সকল খেলোয়ার মৃত্যুবরণ করেছেন তাদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।
সাবেক ও বর্তমান ক্রিকেট প্লেয়ারদের কে ৮টি দলে ভাগ হয়ে তারা ৪ প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেয় এবং তাদের খেলায় যে ধার ছিলো তা প্রতিটি খেলার মাধ্যমে প্রকাশ পেয়েছে,
এ সময় তারা জুনিয়ারদের কে ক্রিকেট খেলায় উৎসাহিত করেন এবং সিনিয়ারদের খেলা গুলো ভালো করে লক্ষ করতে বলেন।
বিকালে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় ।
এই মাঠের টানে মিলনমেলা অনুষ্ঠানে জেলার ১২০ জন ক্রিকেট খেলোয়াড় অংশ নেয় ।
খেলায় অংশগ্রহন কারি কিছু প্রিয় মুখ
শান্তি, মনির, সোহান, মনিরুল,ড্যানি, জুবায়ের, টপি, রিকো,অপু, জনি, দিলিপ, বাপ্পি, জিকো, লিমন, বিশ্ব, লেলিন, অমি, শাওন আরো অনেক মাঠ কাপানো প্লেয়ার,
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে খেলাধূলা হারিয়ে যাচ্ছে । আমরা মাগুরার সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়াড়দের একত্রিত করে, মাঠের টানে জুনিয়ারদের কে অন্য কিছু আকৃষ্ট করতে না পারে এই জন্য এই আয়োজন করা ও মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম থেকে সাকিবের মত আরো নতুন সাকিব তৈরি করাই হবে আমাদের লক্ষ।