ইউনুস আলী, স্টাফ রিপোর্টারঃ আজ শুক্রবার ৭ আগস্ট মাগুরার একটি স্থানীয় হোটেলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের কেন্দ্রীয় সহ- সভাপতি এইচ এন কামরুল ইসলামের উপস্থিতিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মীর মনিরুল ইসলাম লিটন, উক্ত সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের মাগুরা জেলা কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। তার সূত্র ধরে পূূর্নাঙ্গ কমিটি করার লক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যান সংগঠনের মাগুরা জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটির আহ্বায়ক হিসেবে মীর মনিরুল ইসলাম লিটন, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মোঃ আলী আশরাফ, মোহাম্মদ ইউনুস আলী, এনামুল কবির জুয়েল, রিকো সিকদার, শাহিন খন্দকার। সদস্য যথাক্রমে শ্রাবণ হাসান জনি, দাউদ জোয়াদ্দার, রনি আহমেদ রাজু, শুয়াইব হাসান নয়ন, আশিক মোল্লা, আরমান চোপদার,আজিম চোপদার প্রমুখ কে নির্বাচন করা হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি কামরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন নীতি নৈতিকতা বজায় রেখে সততা ও নিষ্ঠার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের উন্নয়নে আমাদের ভূমিকা রাখতে হবে। সভাপতির বক্তব্যে মীর মনিরুল ইসলাম ধর্ষন,খুন,দূর্নীতি সহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি আরো বলেন মুজিব বর্ষে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আমাদের সামনের দিনগুলোতে একসাথে এগিয়ে যেতে হবে।
সবশেষে উপস্থিত সকলের সুস্বাস্থ কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।