মাগুরা প্রতিনিধিঃ আজ ৮ই আগস্ট শনিবার সন্ধা ৬ টার সময় মাগুরা আওয়ামীলীগ জেলা কার্যালয়ে মাগুরা জেলা যুবলীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্ম শত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়ামাহফীলে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুর রহমান (ফজলু ), যুগ্ন-আহবায়ক আলী আহম্মেদ (আহাদ), যুবলীগের অন্যতম সদস্য মীর মনিরুল ইসলাম (লিটন ), সরদার রেজাউল ইসলাম সহ দলীয় নেতা কর্মীবৃন্দ।
যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান ফজলু তার বক্তব্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন আদর্শের উপর নানা দিক তুলে ধরেন। এবং সামনের দিনে বঙ্গবন্ধুর চেতনাকে ধারন করে দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে দোয়া মাহফিল ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।