মাগুরায় ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষে শুক্রবার বিকাল ৪ টার সময় মাগুরা সিদ্দিকিয়া কামিল মদ্রাসা মিলনায়তনে খতমে কুরআন, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক জনাব ড. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আলহাজ্ব এ.বি.এম মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন মাগুরা জেলার সহকারী পরিচালক জনাব মনিরুজ্জামান সহ ইসলামিক ফাউণ্ডেশন মাগুরা জেলার বিভিন্ন কর্মকর্তা ও মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষক বৃন্দ ও বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব বৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্যে অতিথি গন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের উপর আলোচনা করেন এবং ১৫ আগষ্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়