মাগুরা প্রতিনিধি: পুলিশ হেডকোয়াটার্স এর মাদক মুক্ত সমাজ গড়ার নির্দেশনা বাস্তবায়নে মাগুরা জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ানের মাদক নির্মূল তৎপরতায় মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদিনের নির্দেশনায় থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সাইদুর রহমান ও অপারেশন্স মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে থানার মাদক অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার থানাধীন বরুনাতৈল পশ্চিমপাড়া এলাকায় অভিযান করে ৯৪ পিছ ইয়াবা টেবলেটসহ তিনজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো রিয়াজ মোল্যা (২৪), জাফর আলী মোল্যা (৫০) ও রেজাউল ইসলাম (৫৫) । আসামিরা দীর্ঘদিনযাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে মাগুরার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি জয়নাল আবেদীন।