মাগুরায় আজ শুক্রবার নতুন করে আরও ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত ৭২৩ জন। বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছে ৫৪০ জন। মোট মারা গেছে ১৪ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে একজন।নতুন সুস্থ হয়েছ ছয়জন।
মাগুরা সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়, আজ শুক্রবার নতুন করে ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে পৌরসভায় ০৯ জন, সদর উপজেলায় একজন, শালিখা উপজেলায় দুইজন,শৈলকূপা উপজেলা ঝিনাইদহের একজন। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৭২৩ জন। বৃহস্পতিবার পর্যন্ত হোম আইসোলেশনে আছেন-১৪৯জন।হাসপাতালে ভর্তি আছে ০২ জন।