ডেস্ক রিপোর্ট
পুলিশের গুলিতে নিহত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোঃ রাশেদ হত্যা মামলায় রিমান্ডে থাকা মূল তিন আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, এসআই লিয়াকৎ ও এসআই নন্দদুলালকে মেরিন ড্রাইভের ঘটনাস্থল বাহারছড়া শামলাপুর চেকপোস্ট নিয়ে যাওয়া হয়েছে।
আজ শুক্রবার ২১আগস্ট বেলা ১২ টার দিকে এ মামলার তদন্তকারী কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খায়রুল ইসলাম তাদের ঘটনাস্থলে নিয়ে যায়।
এর আগে গত ১৮ আগস্ট সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে মেজর অবসরপ্রাপ্ত সিনহা রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস এর করা মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব -১৫ এর সহকারী পরিচালক সিনিয়র পুলিশ সুপার মোঃ খায়রুল ইসলাম তার হেফাজতে নিয়ে যায়।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের পাহাড়ের ভিডিও চিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারে ফেরার পথে বাহারছড়ায় শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হয় মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এই ঘটনায় গত ৫ আগস্ট সিনহা মোঃ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদি হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী সহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পরে ৬ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন।