শালিখা প্রতিনিধি:
মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ধোপাখালী গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে আরাফাত শিকদার (৮) নামের একটি শিশু গুরুতর আহত হয়েছে। শিশু আরাফাত ধোপাখালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
এলাকাবাসীর তথ্যমতে জানা যায় ঘুড়ি ওড়ানোর সময় সুতো কেটে গিয়ে ঘুড়িটি বাঁশের সাথে বেধে গেলে শিশুটি বাঁশ গাছ বেয়ে উপরে উঠে ঘুড়িটি পাড়ার সময় বাঁশ গাছের সঙ্গে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সঙ্গে বাঁশের ঘর্ষণ লেগে বাঁশটি বিদ্যুতায়িত হলে শিশুটি তৎক্ষণাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসা হয়। খবর লেখা পর্যন্ত শিশুটির চিকিৎসা কার্যক্রম অব্যাহত ছিল।
বিশিষ্ট সমাজসেবক এইচ,এন কামরুল ইসলাম বলেন, বাচ্চাদের দিকে প্রত্যেক মা-বাবার বিশেষ খেয়াল রাখা জরুরী। তাতে করে এরকম দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সহজ হবে।