মোহাম্মদপুর প্রতিনিধি:
মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে আজ (২৪ অাগস্ট ২০২০) বিকেলে মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী ও উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানূর রহমান।
এসময় হাজী সাহেববৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের জেলা শহরসহ প্রতিটি থানায় মডেল মসজিদ গুলো ইসলামিক ফাউন্ডেশন এর অধীনে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নির্মাণ কাজ পরিচালিত হবে। তবে, ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলার অনুসন্ধানকে জানান, আমরা জানতে পেরেছি মোহাম্মদপুর উপজেলাতে মডেল মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। তবে এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন মাগুরার সঙ্গে কোন যোগাযোগ করা হয় নাই বা আমাদেরকে জানানো হয় নাই।