মাগুরা প্রতিনিধি:
করোনাকালীন সময়ে সম্মুখ যোদ্ধা হিসেবে নেতৃত্ব প্রদানকারী ইসলামীক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক জনাব মুহাম্মদ মনিরুজ্জামান, করোনা ভাইরাস covid-19 সংক্রমিত হয়েছেন।
জ্বর ঠান্ডা কাশি সহ শারীরিকভাবে অসুস্থ হলে করোনা টেস্ট করানোর জন্য নমুনা জমা দেন। তাঁর প্রেরিত নমুনার রিপোর্ট ২৬/০৮/২০২০ খ্রিঃ পাওয়া গেছে এবং রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।
ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার করনা কালীন সময়ে প্রতিটি পদক্ষেপে সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন জনাব মনিরুজ্জামান। বিশেষ করে করনা আক্রান্ত হয়ে যে সকল ব্যক্তি মৃত্যুবরণ করেছেন সেসব ব্যক্তির আপনজন যখন তাদের লাশ দাফন কাফনে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন তখনই প্রত্যেকটা লাশের দাফন কাফন নিজে সশরীরে উপস্থিত হয়ে সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন মাগুরা ইসলামীক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মনিরুজ্জামান।
তার করোনা আক্রান্তের কথা শুনে মাগুরা জেলার মসজিদের ইমাম/খতিব, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক ও কেয়ারটেকার সহ সকলে তাঁর শাররিক সুস্থতা কামনা করে দু‘আ কামনা করে।