বিশেষ প্রতিনিধি
মাগুরার শহরতলীর পারনান্দুয়ালীর আলোচিত টুলু হত্যা মামলার ৩২ বছরের সাজা প্রাপ্ত আসামী সুমন মোল্যা (২৮) কে আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার থেকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
জানা যায়, ২০০০ সালে মাগুরার পারনান্দুয়ালীর আলোচিত টুলু হত্যা কান্ডে জড়িত ৩২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামের আশরাফ মোল্লার ছেলে সুমন মোল্লা ওরফে সুকমান দীর্ঘ দিন যাবৎ আত্মগোপনে ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদের নেতৃত্বে শ্রীপুর থানার চৌকস পুলিশ টিমের এ এস আই মুজাহিদ, এএসআই আনারুল ইসলাম ও এ এস আই মনিরুল ইসলামের সহযোগিতায় অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় সাচিলাপুর বাজার থেকে সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।