মোহাম্মদপুর প্রতিনিধিঃ
মোহাম্মদপুরের কন্যা সাবেক সংসদ সদস্য, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক, বিএনপি,কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এ্যাডঃ নেওয়াজ হালিমা আরলী নিজ উদ্যোগে নদী ভাঙ্গনে মহম্মদপুর উপজেলার অসহায় দুস্থ গৃহহারা মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা করেন।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম আজম সাবু, সহ-সভাপতি এসএম ইউনুস আলী, মোহাম্মদপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুর রহমান হাসু, পৌর স্বেচ্ছাসেবক দল, মাগুরা যুগ্ম- আহ্বায়ক মোঃ এহসানুল হক পলাশ, মহম্মদপুর উপজেলার সমস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।