ফারুক আহমেদ, বার্তা সম্পাদক:
মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর চৌরাস্তা বাজার থেকে সাগর গ্লাস হাউজ এন্ড ফার্নিচারের প্রোপাইটার গোলাম কুদ্দুস বিশ্বাস ৫৫ পিতা, মৃত্যু আছিরউদ্দিন বিশ্বাস, গ্রাম ও পোস্ট বিনোদপুর, থানা মহম্মদপুর, জেলা মাগুরা এর গতকাল মঙ্গলবার ১লা জুলাই রাত আনুমানিক ৯টার সময় আলাউদ্দীন স্টীল কর্ণারের সামনে থেকে টিভিএস ১৬০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। বাইকটির রং কালো, মডেল হল টিভিএস আপাচি আরটিআর। ইঞ্জিন নম্বর 0E4AJ2658813 চ্যাসিস নম্বর MD634KE44J2A56775 . গাড়িটি থানায় জিডি করা আবদ্ধি এই নিউজ করা হয়। বাইকটির রেজিষ্ট্রেশন কাগজ জমা দেওয়া আছে এখনও ডিজিটাল নম্বর পেল্টে বের হয়নি।
বাইকটি কেউ খোঁজ করে দিলে বাইকের মালিক উক্ত ব্যক্তিকে নগদ ১০০০০ দশ হাজার টাকা পুরস্কার প্রদান করবেন। যোগাযোগ 01975410358