গিয়াসউদ্দিন চঞ্চল, মাগুরা প্রতিনিধিঃ ঢাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খিলগাঁও হেড অফিসে কর্মরত প্রকল্প প্রশিক্ষণ পরিচালক মোঃ রাসেল আহমেদ এর পিতা মোঃ আহমেদ হোসেন (৭৫) আজ বুধবার ১৬ই সেপ্টেম্বর ঢাকার প্রাইভেট হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম মোঃ আহমেদ হোসেন এর বাড়ি মাগুরা পারনান্দুয়ালি গ্রামের চৌরাস্তার মধ্য বেপারীপাড়ায়। তার দুই সন্তান একজন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা খিলগাঁও হেড অফিসে প্রকল্প প্রশিক্ষণ পরিচালক রাসেল আহমেদ এবং আরেক ছেলে প্রাইভেট ব্যাংকে ঢাকায় কর্মরত মোঃ পাবেল আহমেদ। পারনান্দুয়ালি মধ্য বেপারীপাড়ায় মাগুরা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী মরহুমের গ্রামের বাড়িতে নিজে গিয়ে তাদের আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ করেন এবং খোঁজখবর নেন। এ এ সময় জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরীর সাথে মাগুরার সদর অফিসার টিওভিডিও অফিসার জনাব টিপু সুলতান গাজী, টি আই ষষ্ঠী রানী মজুমদার, টি আই টিপু বিশ্বাস, ড্রাইভার শ্যামল কুমার বিশ্বাস, আনসার ব্যাটালিয়ন রাজীব বিশ্বাস এবং সাংবাদিক মোঃ ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।