মাগুরা প্রতিনিধি।
আজ ২৮/০৯/২০২০ তারিখ আনুমানিক বারোটার দিকে মাগুরা জজকোর্টের সামনে সিলেট এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ছাত্রলীগের কর্মীদের দ্বারা গণধর্ষণ এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্য হেন আদিবাসী নারীকে ধর্ষণ করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মাগুরা জেলা ছাত্রদলের এক মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম,সহ-সভাপতি আবু দারদা,সহ-সভাপতি সজীব হোসেন,ছাত্রদল নেতা জাহাংগির,শাহিন,ফিরোজ,শফিকুল, মামুন,রাব্বি সহ অনেকে।
বক্তারা বলেন বাংলাদেশে আজ কোথাও মানুষের নিরাপত্তা নাই নারীদের নিরাপত্তায় মা-বোনেরা তাদের নিজেদের সম্ভ্রম নিয়ে নিরাপদে নিশ্চিন্তে চলাফেরা করবে এর নিশ্চয়তাটুকু আজ হারিয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা থাকলে সমাজে এইধরনের ঘটনা ঘটত না তাই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথের থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।