মাগুরা প্রতিনিধি:
মাগুরায় অসহায় পিতৃহারা মেয়ের জাঁকজমকপূর্ন বিবাহের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করলেন জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমান। আর্থিক অসচ্ছলতার কারনে পিতৃহারা বিবাহযোগ্য কন্যার বিয়ের ব্যবস্থা না করতে পেরে দিশেহারা বিধবা সবুরা খাতুন। বৃদ্ধা মায়ের অসহায়ত্বের কথা জেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকীতে মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের সার্বিক সহযোগীতায় পিতৃহারা মেয়ের বিবাহের জাঁকজমকপূর্ণ আয়োজন সহ সকল দায়িত্ব পালন করেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে করোনাকালীন সময়ে মানবতার দৃষ্টান্ত স্থাপনকারী যুবলীগের হটলাইন টীম।
বিবাহের সকল আনুষ্ঠানিকতা শেষে জেলা আওয়ামী যুবলীগ আহবায়ক মোঃ ফজলুর রহমান নবদম্পতিকে দুইখানা পবিত্র কোরআন শরীফ এবং বঙ্গবন্ধুর লেখা “অসমাপ্ত আত্মজীবনী” বই উপহার হিসেবে প্রদান করেন।