মাগুরা প্রতিনিধি: মাগুরায় আলোকদিয়া অমরেশ বসু মহাবিদ্যালয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পুরুষ ও মহিলা ট্রেনিং ২০২০ ৪ঠা অক্টোবর শুরু হয়। মাগুরা আনসার ও ভিডিপির জেলা কম্যান্ডেন্ট শুভ্র চৌধুরী, অমরেশ বসু মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল মোঃ গোলাম ফারুক মোল্লা ৫ই অক্টোবর গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। মাগুরা উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ টিপু সুলতান গাজী, উপজেলা প্রশিক্ষিকা ষষ্ঠী রাণী মজুমদার টি আই, উপজেলা প্রশিক্ষক টি আই মোঃ টিপু বিশ্বাস, মোঃ আব্দুল আওয়াল এবং আনসার ও ভিডিপির দলপতি ও কমান্ডারগণ উপস্থিত ছিলেন। গ্রাম ভিত্তিক প্রশিক্ষণ ৪ঠা অক্টোবর শুরু হয়ে ১৫ই অক্টোবর পর্যন্ত ১০ কর্মদিবসে সমাপ্তি হবে। প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় মাগুরা সদর মাগুরা। জেলা কম্যান্ডেন্ট শুভ্র চৌধুরী বলেন ভিডিপির সদস্য ও সদস্যারা প্রতিরক্ষা বাহিনীর সাথে ডিউটি, ইভটিজিং, নারী নির্যাতন, মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ মূলক কাজের নির্মূলের জন্য প্রশাসন ও পুলিশ বাহিনীকে সাহায্য সহযোগিতা করবে।