রনি আহমেদরাজু
ক্রাইম রিপোর্টার
মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর দরবার শরীফের গদ্দীনশীন পীর অধ্যাপক আল্লামা শাহ সূফী আলহাজ্ব আবুল হাসান মুহাম্মদ আব্দুল কাইয়্যুম (৭৫) আজ ৬ই অক্টোবর দুপুর দুইটায় সময় ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে এবং এক মেয়েসহ বহু মুরিদান রেখে গেছেন।
তিনি শ্রীপুর ডিগ্রী কলেজে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। সর্বশেষ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।
ইলমে তাসাউফের উপরে তার রচিত একাধিক গ্রন্থ রয়েছে।
হুজুরের নামাজে জানাজা আগামি কাল বুধবার বাদ জোহর দারিয়াপুর দরবার শরীফে অনুষ্ঠিত হবে।