স্টাফ রিপোর্টার
মোঃ ইউনুসআলী
আজ বৃহস্পতিবার মাগুরা প্রেস ক্লাব সংলগ্ন উৎসব চাইনিজ রেস্টুরেন্টে মাগুরার সদর উপজেলার মুক্তিযোদ্ধারা এক সমাবেশের আয়োজন করেন।
এ সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুজর। করোনাকালীন সময়ে যেসকল বীর মুক্তিযোদ্ধারা ইন্তেকাল করেছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ও শোকসন্তপ্ত পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃআব্দুল্লাহেল বাকী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এমদাদ, বীর মুক্তিযোদ্ধা মেহেদি হাসান কানন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান সহ অনেকে।
বক্তারা করোনাকালীন সময়ে মাগুরার সকল মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নেন ও মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি দেওয়া সরকারের নিকট পেশ করাসহ বর্তমান সময়ের ক্রমবর্ধমান ধর্ষণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা আবুজর এর অর্থায়নে সকল মুক্তিযোদ্ধাকে আপ্যায়ন করা হয়।