সুজন মাহমুদ, ভ্রাম্যমাণ প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরের যশোবন্তপুর এলাকা থেকে ৬ ফিট উচ্চতার দুইটি গাঁজা গাছসহ জহিরুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জহিরুল যশোবন্তপুর দক্ষিণ পাড়ার বোরাক সরদারের ছেলে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়,সে বাড়ীর আঙ্গিনায় পশ্চিম পার্শ্বে পাটকাটি দিয়ে ঘিরে গাঁজার চাষ করছে এমন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাসের নির্দেশনা মতে এসআই রাকিব, এএসআই কামরুল, এএসআই আজিবর এবং এএসআই নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে জহিরুলকে গাঁজা গাছসহ আটক করে।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।