মাগুরা প্রতিনিধি
আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় “মুজিব বর্ষের মুলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই শ্লোগান নিয়ে মাগুরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
মাগুরা সরকারী বালক বিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। রেলি শেষে পুলিশ লাইন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহকারি পুলিশ সুপার জনাব আবির সিদ্দিকী শুভ্র এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মাগুরা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আহসান হাবীব, মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জনাব জয়নাল আবেদীন মন্ডল এবং ইন্সপেক্টর অপারেশন ও কমিউনিটি পুলিশিং মাগুরা সদর অফিসার জনাব মোঃ আশরাফুল ইসলাম।