মোঃ ইউনুস আলী
স্টাফ রিপোর্টার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মাগুরা শাখার আয়োজনে এজেন্ট আউটলেটের প্রোপাইটর,ইনচার্জ ও ক্যাশিয়ারদের নিয়ে ব্যবসায় উন্নয়ন পর্যালোচনা ও এম এল এন্ড সি এফ টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে সকল এজেন্ট মালিকদের সাথে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা এম ক্যাশের ডিস্ট্রিবিউটর চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ ১০ নভেম্বর বিকাল ৪ টায় মাগুরা শাখার অফিসার সেলিম রেজার সঞ্চালনায় শাখা ব্যবস্থাপক জনাব মোঃ ইফতেখার হোসেন আল মামুন সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন যশোর জোনালের ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ নুরুল্লাহ।কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এজেন্ট ইনচার্জ মোঃ তৈয়েবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজার অপারেশন মোঃ খায়রুল আবেদিন।পরিশেষে মাগুরা শাখা ব্যবস্থাপক জনাব মোঃ ইফতেখার হোসেন আল মামুন সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে সমাপনী বক্তব্য দেন।