রিকো শিকদার
স্টাফ রিপোর্টার
“নিয়মিত ব্যায়াম,পরিমিত আহার, সুস্থ সুন্দর জীবন তাহার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ( ১৩ই নভেম্বর) মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে সুপ্রভাত বাংলাদেশ, মাগুরার আয়োজনে মিনি গোলবার ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর শুভ উদ্বোধন হয়।
সুপ্রভাত বাংলাদেশ, মাগুরা সভাপতি ফারুক রেজা ঝণ্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃআশরাফুল আলম বাবুল ফকির।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক খান শফিউল্লাহ, আনিসুজ্জামান খোকন, অধ্যক্ষ ইমাম জাফর, বিকাশ কুমার বিশ্বাস,একেএম ওয়াহিদুজ্জামানসহ আরো অনেকে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল গুলো হচ্ছে প্রাইম ব্যাংক উইনার্স,মাগুরা,অগ্রণী ব্যাংক ওয়ারিয়রস, মাগুরা, সৌরভ হার্ডওয়ার চ্যালেঞ্জার, মাগুরা, এবং সিটি টাইলস কর্নার ,মাগুরা।
প্রচুর দর্শকের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের প্রথম দিনে অনুষ্ঠিত দুটি খেলাতেই গোলশূন্য ড্র হয়।