মাগুরার শতখালিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১
শালিখা প্রতিনিধি মাগুরা
মাগুরার শালিখা উপোজেলার শতখালি এ আর জুট মিলের সামনে সড়ক দূর্ঘটনায় এক যবুকের মৃত্যু হয়েছে।তিনি শতখালি এ আর জুট মিলের একজন কর্মী ছিলেন।দূরঘটনায় সাথে সাথে তার সেখানে মৃত্যু হয়।প্রাথমিক ভাবে তার গ্রামের বাড়ি মাগুরার সদরের ইছাখাদা গ্রামে বলে জানা গেছে।