মোঃ মনজুর রহমান
বিশেষ প্রতিনিধি মাগুরা
মাগুরায় কৃষি প্রাণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।
আজ ২০ই নভেম্বর রোজ শুক্রবার মাগুরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ২০২০-২১ অর্থবছরে ভুট্টা, সরিষা, পেয়াজ,গম বোরোধান,এবং রবি পরবর্তী গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রাণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের আানুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে।বিকালে মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা -১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর।