নিজস্ব প্রতিবেদক
মাগুরায় আজ শনিবার (২৮ নভেম্বর)আসাদুজ্জামান মিলনায়তনে সকাল ১০ টার সময় মাগুরা জেলা কৃষক লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ সম্পাদক, মাগুরা জেলা কৃষকলীগ মোঃ সাজ্জাদুল ইসলাম দিপুর সঞ্চালনায় ও মাগুরা জেলা কৃষক লীগের সভাপতি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ সমীর চন্দ্র,সভাপতি বাংলাদেশ কৃষকলীগ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সাইফুজ্জামান শিখর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি (এমপি), সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ,বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, সহ-সভাপতি বাংলাদেশ কৃষকলীগ, আ.ফ.ম আব্দুল ফাত্তাহ,সভাপতি,মাগুরা জেলা আওয়ামী লীগ,আবু নাসের বাবলু,মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান,পঙ্কজ কুন্ডু, সাধারণ সম্পাদক, মাগুরা জেলা আওয়ামী ও চেয়ারম্যান মাগুরা জেলা পরিষদ,বিশ্বনাথ সরকার বিটু ,যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগ এবং অন্যান্য নেতৃবৃন্দ