মাগুরা প্রতিনিধি:মাগুরা শালিখা উপজেলার ৪নং শতখালী ইউনিয়নের আড়ুয়াকান্দী এস এ প্লাইউড মিলের সামনে এ কে ভাই বন্ধু ক্লাব আয়োজিত ১১তম বার্ষিক ১৬ দলীয় হাডুডু প্রতিযোগিতা ২৮ই নভেম্বর ২০২০ খেলার আয়োজন করা হয়। হাডুডু খেলায় প্রধান অতিথি ছিলেন জনাব গোলাম মোহাম্মদ বাতেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি জনাব মোঃ তরিকুল ইসলাম অফিসার ইনচার্জ শালিখা থানা, সভাপতিত্ব করেন জনাব মোঃ আনোয়ার হোসেন ঝন্টু চেয়ারম্যান ৪নং শতখালী ইউনিয়ন শালিখা। হাডুডু খেলায় ফাইনাল রাউন্ডে ৩ গোলে জয়ী লাভ করে তিলখড়ী হাডুডু দল এবং রানারআপ হয় ০ গোলে বাংলাদেশ মাল্টা হাডুডু ক্লাব। ফাইনাল রাউন্ডে বিজয়ী দল এবং রানারআপ দুই দলকে মার্সেল কোম্পানির সৌজন্যে বড় ফ্রীজ উপহার প্রদান করা হয়। এই খেলায় রেফারী ছিলেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ওহাব মোল্লা। হাডুডু খেলায় সহোযোগিতায় ছিল আর কে ডোর পরিচালক জুয়েল রানা, ইসলামী ব্যাংক শাখাওয়াত হোসেন। এছাড়াও সার্বিক সহোযোগিতায় মার্সেল শোরুম ও রাফসান ইলেকট্রনিকস প্রোপাইটর জহির রায়হান সীমাখালী বাজার, জনতা ব্যাংকের সামনে শালিখা, মাগুরা।