মেহেদী হাসান, শালিখা প্রতিনিধি :
মাগুরা শালিখায় ২রা ডিসেম্বর সন্ধ্যা ৭ টার সময় অপহরণ করা হয় মোঃ রবিউল শিকদার (৪২) পিতা মোঃ ওহাব শিকদার গ্রাম কাতলী। শালিখা উপজেলার ছান্ডড়া গ্রামে পাওনা টাকা আনতে গেলে মোঃ রবিউল কে অপহরণ করা হয়। ফোন করে মুক্তিপন দাবি করে অপহরণ কারিরা বলে ৫০০০০ হাজার টাকা নিয়ে আসতে সাতনাঘরিয়া তিন রাস্তার মোড়ে রাত ৩টায় সময়। সেখানে অপহরণ কারির একজন টাকা নিতে আসলে এলাকাবাসীর সহায়তায় ধরা পড়ে। তার দেয়া তথ্যের ভিত্তিতে আরো দুজন কে ধরা হয় এবং মোঃ রবিউল শিকদার কে উদ্ধার করা হয়।
অপহরণ কারির সকলে ডাকাত দলের সদস্য বলে এলাকাবাসি জানান। অপহরণকারী দলের সর্দার মোঃ জাকারিয়া পিতা মোঃ শরিফুল গ্রাম চিলেডাঙ্গানাঘোসা, মোঃ আল মামুন পিতা মোঃ সুলতান মন্ডল গ্রাম বলাইনাঘোসা, মোঃরাজিউল পিতা মোঃ সাত্তার মোল্লা গ্রাম নাঘোসা এই তিন জন্য কে এলাকা বাসির সহায়তায় ধরে শালিখা থানা পুলিশ কে জানান। বাকি আরো ৫ জন রয়েছে এ-ই দলে তাদের নাম হলো মোঃরফিকুল পিতা মোঃ লুৎফার মোল্লা গ্রাম নাঘোসা, মোঃখায়রুল পিতা মোঃআজিজ মোল্লা গ্রাম নাঘোসা, মোঃ মারুফ পিতা মোঃ শাহাদত গ্রাম বলাইনাঘোসা নাম না-জানা আরো দুজন রয়েছে এই দলে।
এদিকে শালিখা থানা ইনচার্জ মোঃ তারিকুল ইসলাম বলেন আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং বাকিদের ধরার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।