নিজস্ব প্রতিবেদক
৪১তম স্প্যান বসানোর মাধ্যমে বাঙালি জাতির স্বপ্নের পদ্মা সেতুর মূল অবকাঠামো দৃশ্যমান হওয়ায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এক শুভেচ্ছাবার্তায় সংগঠনটির কর্নধর এইচ এন কামরুল ইসলাম বলেন, দাতা সংস্থাগুলোর অর্থায়ন ছাড়াই ৩০ হাজার ১৯৩ কোটি টাকার এ মেগা প্রকল্পটি বাস্তবায়ন প্রধানমন্ত্রীর দৃঢ়তা, সাহসিকতা ও যুগান্তকারী নেতৃত্বের ফল।
প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনগুলোতেও এ জাতি বিজয়ের পর বিজয়ের দিকে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। শুভেচ্ছাবার্তায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্যও কামনা করা হয়।