নিজস্ব প্রতিবেদক
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির জীবনের একটি স্মরণিয় দিন। এই দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যান সংগঠনের পক্ষ থেকে মাগুরাবাসিদেরকে মহান বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির সভাপতি মীর মনিরুল ইসলাম লিটন।
বাংলাদেশ সাংবাদিক কল্যান সংগঠন পক্ষ থেকে বিজয়ের ৪৯ বছর পূর্তিতে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া ও শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানানো হয়।