নিজস্ব প্রতিবেদক
মাগুরা শহরের জামরুলতলা সংলগ্ন মাঝিপাড়া এলাকা থেকে চন্দন ঘোষ(৩৭) নামে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে একশ ত্রিশ পিচ ইয়াবাসহ আটক করেছে সদর থানা পুলিশ। সে ঐ গ্রামের ঝন্টু ঘোষের ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, বুধবার ভোর ৬টা ৫০ মিনিটের সময় সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চন্দন ঘোষের বাড়ির গোয়াল ঘরের ভিতর ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে। তাৎক্ষনিকভাবে সদর থানার এসআই মাসুম বিল্লাহ, এসআই কাজী আবু জুবাইর, এসআই হাবিব, এএসআই সোহাগ মিলন, এএসআই জাহিদুলের একটি চৌকশ পুলিশ টিম উপস্থিত হয়ে চন্দন ঘোষকে হাতেনাতে একশ ত্রিশ পিচ ইয়াবা সহ আটক করা করে। এব্যাপারে চন্দন ঘোষের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
তাছাড়া তিনি আরো জানান, সদর থানায় চন্দন ঘোষের নামে মাদক মামলাসহ আরো একাধিক বিভিন্ন মামলা রয়েছে।