মোঃ ইউনুস আলী
স্টাফ রিপোর্টার
আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মাগুরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সুযোগ্য মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে দলীয় একটি সুত্র মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৬ জানুয়ারি মাগুরা পৌরসভা নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। ২০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
মনোনয়নপত্র বাছাই হবে ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।