ফারুক আহমেদ:
অপটিমিষ্টস (আশাবাদী) মাগুরা জেলায় শিশু পৃষ্ঠপোষকতা কর্মসূচির আওতায় বেনিফিট বিতরণের শিক্ষা বৃত্তি প্রদান করা হয় বিভিন্ন স্কুল ও কলেজের মেধাবী ও দরিদ্র ছাত্র -ছাত্রীদের মাঝে। রবিবার ২০ ডিসেম্বর সকাল ১০ টার সময় মাগুরা উপজেলার অতিথি মিলনায়তনে আমেরিকার দি অপটিমিষ্টস সংস্থা ৯ব্ম শ্রেণী থেকে শুরু করে ১২ তম শ্রেণীর ছাত্র- ছাত্রীদের হাতে নগদ শিক্ষা বৃত্তির টাকা প্রদান করেন। ৪০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ছাত্র ছিল ১৭ জন এবং ছাত্রী ছিল ২৩ জন, এদের মধ্যে ৩৮ জনকে ৪ হাজার ৬৫০ টাকা এবং বাকি ২ জনকে ১০ হাজার ৮০০ টাকা বৃত্তি প্রদান করা হয়। মোট বৃত্তির টাকার পরিমাণ ছিল ১ লক্ষ ৯৮ হাজার ৩০০ টাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নাসের বাবলু, সভাপতি উপজেলার ইউএনও মোঃ আবু সুফিয়ান, অপটিমিষ্টস মাগুরা জেলা পরিচালক অধ্যাপক এম আর খান, সাধারণ সম্পাদক এ কে এম সাঈদুল করিম, অধ্যাপক আব্দুস সালাম। মাগুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র জয়ন্ত কুমার ঘোষ বলে আমেরিকার দি অপটিমিষ্টস সংস্থা আমাদের মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদেরকে প্রতি বছর নগদ ৯ হাজার ৩০০ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করে থাকে।