ফারুক আহমেদঃ
মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি ইউনিয়নের দেশমুখ পাড়া সরকারি প্রাইমারী স্কুলের মাঠে অন্তরের হত্যাকারী হাসিবুল ও সুজনের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন হয়। শনিবার ১৯ ডিসেম্বর দুপুর ২টার সময় অন্তর হত্যার মানববন্ধনের আয়োজন করে মাগুরা জেলার সর্বস্তরের জনগণ। গত ২০১৯ সালের ১৯ ডিসেম্বর শালিখা উপজেলার দেশমুখ পাড়ার অটোচালক অন্তর কে নৃশংসভাবে হত্যাকারী, সন্ত্রাসী, মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসায়ী খুনি হাসিবুল ও সুজনের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন ও করে এলাকাবাসী। এরপর স্থানীয় মাদ্রাসার ছাত্র ও হুজুরগণ অন্তরের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করে। মানববন্ধন ও দোয়ায় উপস্থিত ছিলেন ৬ নং বুনাগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বক্তিয়ার উদ্দীন লস্কর, ৯ নং ওয়ার্ডের দেশমুখ পাড়ার মেম্বার মোঃ নাজমুল হুসাইন, নতুন চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইমদাদুল হক, উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম, আবু তালেব, জাবের, হৃদয়, আকরাম, তাইজুল মোল্লাসহ এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তি এবং মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও হুজুরগণ। মানববন্ধন চলাসময়ে বুনাগাতি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বক্তিয়ার উদ্দীন বলেন, অন্তর খুব সহজ সরল ভালো ও সৎ মানুষ ছিল। গত বছর ১৯ ডিসেম্বর শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামে চিত্রা নদীর পাড়ে দুপুর বেলায় সুজন ও হাসিবুল ধারালো ছেন দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে অন্তর কে হত্যা করে। হত্যার পর আসামি দুজন আজও পলাতক, তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্য বলেন আসামিদের কে আপনারা খুব দ্রুত গ্রেফতার করে তাদেরকে আদালতের মাধ্যমে শাস্তি দেন। অন্ততরের পিতা তাইজুল ইসলাম মোল্লা কান্না জড়িত কন্ঠে বলেন আমার একমাত্র নিষ্পাপ ছেলেকে হাসিবুল ও সুজন এক বছর আগে দিনে দুপুরে নৃশংসভাবে হত্যা করে। আমি এখন চা বিক্রি করে আমার পরিবার চালায় এবং অন্তরের বৌ ও মেয়ের ভরণপোষণের দায়িত্ব আমার একার কাঁধে। সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবং প্রশাসনের কাছে একটাই দাবী ও চাওয়া খুব দ্রুত আসামিদেরকে গ্রেফতার করে মহামান্য আদালতের মাধ্যমে তাদেরকে বিচার করে ফাঁসি দিবেন।