মাগুরা সংবাদদাতাঃ
মাগুরা সদরের আবালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃফারুক আহম্মেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাজ আদায়ের পর আবালপুর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিলের মাধ্যমে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়। তিনি একটা ছেলে ও একটা মেয়ে রেখে চলে গেছেন না ফেরার দেশে। তার ছেলে দৈনিক প্রতিদিন খবরের সম্পাদক ও প্রকাশক মো:কৌশিক আহম্মেদ সোহাগ বলেন, আমার বাবা নিজের জীবন বাজি রেখে বাংলার মানুষের জন্য পাক হানাদার বাহিনির বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। এখন বাবার সৃত্মিগুলো শুধু কাঁদায়। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন তিনি যেন জান্নাতবাসী হয়।