মোঃ ইউনুস আলী
স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাগুরার গণমানুষের প্রাণপ্রিয় নেতা সাহেবের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার ২৫শে ডিসেম্বর, ২০২০।
মাগুরা থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আছাদুজ্জামান সাহেব ১৯৭২ সালে শ্রেষ্ঠ তরুণ পার্লামেন্টিরিয়ান হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন।
জাতীয় সংসদের বিরোধীদলীয় পার্লামেন্টারি বোর্ডের সাবেক সচিব ও মাগুরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড. আছাদুজ্জামানের ছিলো বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতিটি স্তরে উজ্জ্বল উপস্থিতি।
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে ১৯৩৫ সালের ১১ নভেম্বর জন্ম নেওয়া এই বর্ষীয়ান নেতা অষ্টম শ্রেণীর ছাত্র থাকাকালীন সময়ে ৫২’র ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন।
১৯৫৪ সালে ছাত্রজীবনেই আওয়ামীলীগের রাজনীতির সাথেই জড়িয়ে যান এবং ১৯৬১ সালে মাগুরা বারে আইনজীবী হিসেবে যোগদান করেন তিনি।
মরহুম জননেতা আছাদুজ্জামান ১৯৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থানসহ মুক্তিকামী বাঙালির প্রতিটি আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন।
এসময়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংস্পর্শে আসেন।
১৯৬৫ সালে তিনি মাগুরা মহাকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৭৬ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত জেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
সত্তরের ঐতিহাসিক নির্বাচনে আছাদুজ্জামান সাহেব পূর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদের এম.পিএ এবং ১৯৭২ সালে গণপরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৯, ১৯৮৬ ও ১৯৯১ সালে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
বর্ষীয়ান রাজনীতিবিদ মাগুরার গণমানুষের প্রাণপ্রিয় নেতা এ্যাড. আছাদুজ্জামানের ২৭তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।