নিজস্ব প্রতিবেদক
মাগুরা পৌরসভার ৭ নং ওয়ার্ড কে অন্যতম আধুনিক মডেল ওয়ার্ড হিসাবে গঠন ও উন্নয়নের ধারা বজায় রাখতে দ্বিতীয়বার ভোট চাইলেন কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর সাকিব হাসান তুহিন । উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও কাউন্সিলর হতে চান তিনি। সাকিব হাসান তুহিন বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর পৌরসভার ৭ নং ওয়ার্ডকে ঢেলে সাজানোর চেষ্টা করেছি। রাস্তাঘাট নির্মাণের ফলে ওয়ার্ডকেবাসীদের দুর্ভোগ লাঘব হয়েছে । এ ওয়ার্ডে মাটির কিংবা কোন কাঁচা রাস্তা নেই। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে । মসজিদ, মাদ্রাসা, মন্দির, নির্মাণের পাশাপাশি ব্যাপক উন্নয়ন হয়েছে । কিছু কাজ অসম্পুর্ন রয়েছে তাই ৭ নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ সম্পন্ন ও নাগরিক সুবিধা বৃদ্ধি করতে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হতে চাই।