মোঃ ইউনুস আলী
স্টাফ রিপোর্টার
সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক যুগান্তর ও ইনডিপেনডেন্ট চ্যানেল এ-র মাগুরা জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দকে স্বর্ণ পাঠাগার পদকে ভূষিত করা হয়েছে।
সোমবার বিকালে স্বর্ণ পাঠাগার মাগুরার পক্ষ থেকে এ সম্মাননা জানানো হয়।
মাগুরার শালিখা উপজেলার সেওজগাতি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ইন্দ্রনীল বিশ্বাসের সভাপতিত্বে এ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা গণগ্রন্থাগারের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিক্ষা অফিসার মো. ওহিদুজ্জামান, জেলা শিক্ষক সমিতির সভাপতি বাহারুল ইসলামসহ অনেকে।
বিগত সময়ে সাংবাদিক আবু বাসার আখন্দ মাগুরা জেলায় সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে উল্লেখযোগ্য সংখ্যক সংবাদ পরিবেশন করেন। যেখানে সরকারি অর্থ অপচয়, অপচয় রোধ, প্রতিকার এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধিতে অন্তরায়সমূহ তুলে ধরা হয়।