আঞ্চলিক পাসপোর্ট অফিস মাগুরায় অংশীজনের অংশ গ্রহণে বিশেষ সভার আয়োজন। বুধবার ৩০ ডিসেম্বর দুপুর ৩ টার সময় আঞ্চলিক পাসপোর্ট অফিস, মাগুরায় অংশীজনের অংশ গ্রহণে বিশেষ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস খুলনা মোহাম্মদ তৌফিকুল ইসলাম খান, সভাপতি সহকারী পরিচালক আঞ্চলিক পাসপোর্ট অফিস মাগুরা মধুসূদন সরকার, আনসার ও ভিডিপির টি আই ষষ্ঠী রাণী মজুমদার, ভোক্তা অধিকার অফিসার , এন টিভির শফিকুজ্জামান শফি, চ্যানেল আই ও কালের কন্ঠের শামীম খান, দি মুসলিম টাইমস, গণমুক্তি, কালান্তর ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।